Khoborerchokh logo

আর দেখা যাবেনা পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে 319 0

Khoborerchokh logo

আর দেখা যাবেনা পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে

খবরের সময় ডেস্ক:
পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বিশিষ্ট শিল্পপতি দানবীর ব্যক্তিত্ব এম এ হাসেম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে,করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর ১১ ডিসেম্বর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এম এ হাসেম ১৯৫৯ সালে ব্যবসা শুরু করেন।তিনি বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন।এছাড়া জনতা ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি।নোয়াখালী থেকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যও ছিলেন এম এ হাসেম।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com